যারা এড চালু রাখবেন কিনা, অথবা সমুহ ব্ল্যাকআউটের জন্য এখনি বন্ধ করে দিবেন কিনা কনফিউশনে আছেন, তারা চাইলে এড ম্যানাজারে রুল সেট করে রাখতে পারেন।
যাতে অটো এড বন্ধ হয়ে যায়, আপনাকে তাহলে আর সরাসরি বন্ধ করতে হবে না।
আপনি যে বাজেটে এড রান করেছেন, সে বাজেটে যে এভারেজ রেজাল্ট আসে সে রেজাল্ট কে প্যারামিটারে রেখে একটা রুল সেট করে দিবেন। যাতে অস্বাভাবিক হারে রেজাল্ট ড্রপ করলেই অটো এড বন্ধ হয়ে যায়। এর আগে হিসেব করে নিবেন আপনার বাজেটে এভারেজ কেমন রেজাল্ট আসে সাধারন সময়ে।
* এপ্লাই রুল টুঃ অল একটিভ ক্যাম্পেইন।
* একশনঃ টার্ন অফ ক্যাম্পেইন।
* কন্ডিশনঃ রেজাল্ট ( কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন ** )
* টাইম রেঞ্জঃ মেক্সিমাম
* স্কেজিউলঃ ডেইলি।
এছাড়া আপনি চাইলে একাধিক রুলস সেট করে দিতে পারেন আপনার ক্যাম্পেইন অব্জেকটিভ অনুযায়ী।