আপনি অনেক কসরত, প্র্যাকটিস করে এক লাফে এক তলার ছাদে উঠতে পারবেন। সফলতার সহিত উঠে যদি ভাবেন আপনি আরো চেস্টা করলে লাফ দিয়ে ৫ তলা বা দশ পনের তলার ছাদেও উঠতে পারবেন শুধু চেস্টা বাড়াতে হবে, তবে আপনি ভুল চিন্তা ভাবনা করছেন সেটা আমাকে কিন্তু বলে দিতে হবে না, তাই না ??

তাহলে আপনি এখন যে মার্কেটিং বাজেট দিয়ে যেই সেলস জেনারেট করছেন, বাজেট বাড়িয়ে দিলে সেলস ও বারবে; এই চিন্তা করেন কীভাবে ?

সুপার লেভেলের লাফ দিয়ে ১ তলার ছাদে উঠতে পারলেও ৫ তলার ছাদে উঠতে গেলে যে আপনাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে এই জিনিষটুকু তো বোঝেন ?

আবার বলবেন না যেন লিফট দিয়ে আপনি উঠতে চান, ভাই সেটাই একটা একটা ফ্লোর হয়েই ওঠে, এবং সেটাকে সিঁড়ির আপডেট ভার্সন ই বলা যায়।

এখন আপনি যদি যুক্তি নিয়ে আসেন যে ভাই, আমি সিঁড়ি দিয়েও উঠবো না, লাফিয়েও উঠবো না। আমি পাইপ বেয়ে বেয়ে উঠবো।

তাহলে আমি বলব, হ্যা আপনি রিস্ক নিয়ে উঠতে পারেন, কিন্তু সেখানে যদি একটু ভুল হয় তবে আপনি যেখানে থেকে শুরু করেছিলেন সেখানেই নেমে তো যাবেন, সাথে সাথে আপনার আর কোন দিন সিঁড়ি বেয়ে ওঠার ও সক্ষমতা হবে না, সেখানেই আপনার এন্ডিং হবে।

মিলিয়ে খুজে বের করেন, ঠিক কোন যায়গার ভুল টা আমি ধরিয়ে দিতে চাইছি।